করোনাভাইরাস প্রতিরোধে ভারত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপে টিকাদান কার্যক্রমে সহায়তা শেষে দেশে ফিরেছে সশস্ত্র বাহিনীর একটি মেডিকেল টিম। এ মেডিকেল টিম দেশটির ৩৮ হাজার ব্যক্তিকে টিকা প্রদান করেছে।
মঙ্গলবার (৬ জুলাই) মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস জানায়, মালদ্বীপ সরকারের অনুরোধে করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রদানের জন্য বাংলাদেশ সরকার সশস্ত্র বাহিনীর একটি মেডিকেল টিম মালদ্বীপে পাঠায়। টিমটি গত ৪ মাসে প্রায় ৩৮ হাজার ব্যক্তিকে ভ্যাকসিন প্রদান করে। মেডিকেল টিম কার্যক্রম সফলভাবে সমাপ্ত করে সোমবার (৫ জুলাই) বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে।
অন্যদিকে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় মালদ্বীপকে সহায়তার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম কাজ শেষ করে গতকাল সোমবার (৫ জুলাই) বিকেলে বাংলাদেশে উদ্দেশ্যে রওনা হয়। কোভিড-১৯ টিকা কর্মসূচিতে সহায়তা করার জন্য মালদ্বীপের রাষ্ট্রপতির অনুরোধে গত ২১ মার্চ মালদ্বীপে যায় প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলটিকে মালদ্বীপে পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে মালদ্বীপ।