বিজ্ঞপ্তি : ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের অনুপ্রেরণায় গঠিত মাল্টিপার্টি এ্যাডভোকেসী ফোরাম (এমএএফ)’র নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। জোবায়ের আহমেদ খান জবা সভাপতি, রেহেনা ঈসাকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। শনিবার দুপুরে ডিআই কার্যালয়ে মাল্টিপার্টি এ্যাডভোকেসী ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলনে ফোরামের প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক আনোয়ারুল কাদির এ কমিটি ঘোষণা করেন। এ সময় কমিশনের সদস্য এ্যাড: শামীমা সুলতানা শিলু ও কৌশিক দে উপস্থিত ছিলেন।
কমিটির অপর সদস্যরা হলেন সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক জেসমিন সুলতানা, শাহনাজ ইসলাম, দপ্তর সম্পাদক, মুর্শীদুর রহমান লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট হালিমা খাতুন শিউলি, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার হেনা।
এর আগে দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন নির্বাচন প্রস্তুত কমিটির আহবায়ক মেহেদী হাসান দিপু। নির্বাচন প্রস্তুত কমিটির সদস্য সচিব জোবায়ের আহমেদ খান জবার পরিচালনায় বক্তব্য দেন বক্তব্য রাখেন মুন্সী মোহাম্মদ মাহাবুর আলম সোহাগ, অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, অ্যাডভোকেট শামিমা সুলতানা শিলু, সুলতানা রহমান শিল্পী, শেখ আব্দুর রশিদ, অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, শেখ সাদী,সাংবাদিক সোহরাব হোসেন, মিজানুর রহমান জিয়া, জেসমিন সুলতানা, ইমরান হোসেন ইমু প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত