লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ (নড়াইল সদর ও লোহাগড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাশরাফির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম।
সোমবার সকালে নড়াইলে কর্মরত গনমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন লায়ন নুর ইসলাম নিজেই।
তিনি বলেন, নড়াইলের অবহেলিত নেতৃত্ব, শৃঙ্খল যুক্ত সমাজসেবক, অবহেলিত জনসাধারণ এর অধিকার ফিরিয়ে দিতে, সুশৃঙ্খল সমাজ ও জবাবদিহিতামূলক সংসদীয় আসন গড়তে নড়াইল -২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার এসেছেন জাতীয় সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ ক্রেতাভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নুর ইসলাম।
তিনি বলেন, সাংবাদিকদের অধিকার, ভোক্তাদের অধিকার আদায়ে এবং সমৃদ্ধশালী সমাজ গঠনে তিনি নিজেকে উৎসর্গ করেছেন। জাতীয় পর্যায়ে তার এই স্বীকৃতি স্বরূপ ভোক্তা অধিকার আইন ২০০৯ এবং কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা যাবে আইন ২০১৪ এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার মত বিনিময় করেছেন তিনি।
তিনি আরো বলেন, আমার প্রচেষ্টার ফসল দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে। সুফল পাচ্ছে দেশের জনগণ। তাহলে আমার প্রচেষ্টায় কেন আমার নড়াইলের পরিবর্তন হবে না?
ঘুনে ধরা সমাজকে ঝেড়ে,সুস্থ সমাজ ব্যবস্থা বিনির্মানে সমস্ত শ্রেণি পেশার নির্যাতিত, অবহেলিত ও শান্তিপ্রিয় মানুষের সার্বিক সহায়তা প্রত্যাশা করেন তিনি।
একইসঙ্গে তিনি বলেন, নড়াইলের মানুষের ভালোবাসায় আমি সিক্ত, আমার বিশ্বাস সর্বস্তরের মানুষ আমার পাশে থাকলে আমি নড়ইল- ২ আসনকে জবাবদিহিতা মূলক মডেল আসন হিসেবে জাতীয় পর্যায়ে উপহার দিতে সক্ষম হব ইনশাল্লাহ।
অন্ধকারযুক্ত নড়াইলকে আলোকিত নড়াইল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে জাতির বিবেক সাংবাদিক ও সংশ্লিষ্ট প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। সন্ত্রাস, মাদকমুক্ত, ডিজিটাল স্মার্ট, বৃহৎ অর্থনৈতিক জোন নির্মাণে নিজের ভূমিকার কথা ব্যক্ত করেন লায়ন নুর ইসলাম।
উল্লেখ্য এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এমপি।
মুলত তার সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করবেন লায়ন নুর ইসলাম।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত