লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মুর্তজা'র পক্ষে একাট্টা লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ।
বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, পৌর আ.লীগের সদস্য সৈয়দ আকরাম আলী আকিদুল, সহ-সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আশরাফুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ এম গোলাম কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হামিদ, নড়াইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা, জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান এম এম রাশেদ হাসান, নোয়াগ্রাম ইউপি'র চেয়ারম্যান জোসেফ মুন্সী, লোহাগড়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, দিঘলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি সরদার ওহিদুর রহমান ওহিদ, জয়পুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, আ.লীগ নেতা আনোয়ার হোসেন কালু, ইতনা ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ আহাদুজ্জামান আহাদ, ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা'র পিতা ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য মো: গোলাম মুর্তজা স্বপন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত