
যশোর অফিস : কথিত অপহরণ চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও যায়যায় দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানের বিরুদ্ধে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ বাতিলের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ দেশবরেণ্য এই দুই সাংবাদিকের বিরুদ্ধে এধরনের সাজা দেয়ার ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে জেইউজে’র নেতারা বলেন, দু’জন সম্পাদকই বাংলাদেশের অগনিত গণতন্ত্রমনা মানুষের কাছে অতি প্রিয়, নন্দিত এবং সাহসী কলমযোদ্ধা হিসেবে সুখ্যাত ও সুপরিচিত। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ না থাকা সত্ত্বেও আদালতকে প্রভাবিত করে এ ধরনের সাজা দেয়া হয়েছে। এজন্য এ সাজা বাতিলের জন্য সরকারে প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।
একই বিবৃতিতে নেতৃবৃন্দ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। বিবৃতিতে নেতৃদ্বয় সাংবাদিক হাবিবুর রহমান খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।