
জন্মভূমি ডেস্ক : মিছিল-স্লোগানে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের তারুণ্যের সমাবেশে যোগ দিচ্ছে বিএনপির তিন সংগঠন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ শনিবার সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসছেন।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে এই সমাবেশে অংশ নিতে কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ থেকেও এসেছেন নেতাকর্মীরা।
রাজধানীর বাইরে থেকে আসা নেতাকর্মীরা মৎস্য ভবন, সেগুনবাগিচা, কাকরাইল, বিজয়নগর এলাকায় অবস্থান নিচ্ছেন। সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থল সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন তারা। তাদের হাতে খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবি লেখা ব্যানার ও ফেস্টুন দেখা গেছে।
নেতা-কর্মীরা ‘মুক্তি মুক্তি, মুক্তি চাই; খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’—ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সমাবেশে থেকে চলমান যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
এদিকে এই সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। মৎস্য ভবন, কাকরাইল, পল্টন ও শাহবাগ এলাকায় যানচলাচল প্রায় বন্ধ হয়ে আছে।
অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াতে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিত লক্ষ্য করা গেছে।