
যশোর অফিস : মিথ্যা সংবাদ প্রকাশ ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবির তুহিন।
রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে আহসানুল কবির তুহিন বলেন,গত ১৩ অক্টোবর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে কমিটির সভাপতি মোস্তাফিজ জোহা সেলিম তাকে মারধর করেছেন এমন মিথ্যা সংবাদ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন,“আমার সঙ্গে সভাপতি মোস্তাফিজ জোহা সেলিমের কোনো ধরনের দ্বন্দ্ব নেই এবং মারধরের কোনো ঘটনাও ঘটেনি। তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নেই। এমন মিথ্যা সংবাদে আমার ও বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।”
সংবাদ সম্মেলনে তিনি মিথ্যা সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সকলকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

