এম সাইফুল ইসলাম
মেডিকেল এডমিশন পরীক্ষায় ডুমুরিয়ার মেয়ে সুমাইয়া মোসলেম মীম ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় ৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। মঙ্গলবার প্রকাশিত ভর্তি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে। তবে ফলাফলের পরপরই মিমকে নিয়ে কোচিং গুলোর টানাহেচড়া শুরু হয়। রেটিনা, মেডিকো এবং উন্মেষ তাদের কোচিং সেন্টারের ফেসবুক পেজ থেকে মীমকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেছে। কোচিংগুলোর দাবির বিষয়ে ফেসবুকে অনেকেই নানা মন্তব্য করছেন। এটি রীতিমতো কোচিং বাণিজ্যের দৈন্যতা প্রকাশ পেয়েছে।
এ ঘটনা এবারই প্রথম নয়। এর আগে এম.এম. সিটি কলেজের আরেক শিক্ষার্থী প্রীতম দাশ গুপ্ত। ডিএমসি স্কলার থেকে জাতীয় মেধায় ১৩ তম স্থান অর্জন করেন। প্রীতমের ভুয়া মার্কশীট ও ভর্তি ফর্ম বানিয়ে শিক্ষার্থীদের সাথে একটি কোচিং সেন্টার প্রতারণা করছে বলে অভিযোগ ওঠে।
এ ব্যাপারে সুমাইয়া মোসলেম মীম বলেন, আমি অবশ্যই ডিএমসি স্কলার কোচিংয়ের শিক্ষার্থী। এখানে ছাড়া আর কোথাও আর অন্য কোনো কোচিংয়ে ক্লাস করিনি। উন্মেষ এবং রেটিনা কোচিংয়ে মডেল টেস্ট পরীক্ষা দিয়েছি। ডিএমসি স্কলারের ডা. সিয়াম ভাইয়া আমাকে লেখাপড়ার বিষয়ে গাইড করেছেন।
মেডিকো খুলনার পরিচালক মো: মাসুম বিল্লাহ জানান, সুমাইয়া মোসলেম মীম আমাদের শিক্ষার্থী। তার এডমিশন ফরমও রয়েছে। একজন অভিভাবক জানান, মেডিকেলে ভর্তির জন্য একাধিক কোচিং সেন্টার তাদের নিজেদের মতো ক্লাস ও চ‚ড়ান্ত পরীক্ষার আয়োজন করে। একজন শিক্ষার্থী একাধিক কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত থেকে ক্লাস করা সম্ভব নয়। আবার একটি কোচিং সেন্টারের পরীক্ষা ও প্রশ্নপত্রের পর ভরসা করতে পারে না অভিভাবক ও শিক্ষার্থীরা। যে কারণে তাদের বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হতে হয় এবং ক্লাস না করে তারা শুধুমাত্র ফাইনাল পরীক্ষায় অংশ নেন। আর তখনই মেধাবী শিক্ষার্থীদের নিজেদের শিক্ষার্থী বলে কোচিং সেন্টারগুলো প্রচার প্রচারণা চালায়।
ডিএমসি স্কলার কোচিংয়ের পরিচালক ডা. সিয়াম বলেন, একজন শিক্ষার্থী যখন ভালো করে, তখন সবাই কৃতিত্ব নিতে চায়। মীম শুধুমাত্র ডিএমসি স্কলারে ক্লাস করেছে। আমার কাছে ব্যাচ করেছে। বাসায় তিন মাস এই প্রতিষ্ঠানের শিক্ষক পড়িয়েছে। মীম সাত মাস আমাদের কাছে পড়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত