ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নে বজ্রাঘাতে শহীদ মাতুব্বর (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৪ মে) দুপুর ১২টায় এই ঘটনা ঘটে। নিহত শহীদ মাতুব্বর দিগনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পদ্মকান্দা গ্রামের সেকেন্দার মাতুব্বরের ছেলে।
দিগনগর ইউনিয়নের চেয়ারম্যান মোহম্মদ আলী শেখ জানান, আজ শহীদ মাতুব্বার ধান কাটতে জমিতে যান।
দুপুর ১২টার দিকে বজ্রপাতের আঘাতে জমিতেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
মুকসুদপুর থানার ওসি মো: মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত