বিজ্ঞপ্তি : নগরীর জনসাধারনের নির্মল বিনোদনের জন্য মুজগুন্নি আবাসিক এলাকায় ৮.৫০ একর জায়গার উপর ২০০৭ সালে মুজগুন্নি পার্কটি গড়ে উঠে। পার্কটি দীর্ঘদিন যাবৎ বিনোদনের অন্যতম স্পট হিসেবে নগরীতে পরিচিত। জনসাধারনের বিনোদনের জন্য বিভিন্ন উপকরণ , রাইড ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করে চালু করার কার্যক্রম গ্রহন করা হয়েছে। এজন্য জাহানাবাদ এ্যাডভেঞ্চার বেজ নামক প্রতিষ্ঠানের সাথে কেডিএর একটি চুক্তি স্বাক্ষর হয়। বুধবার দুপুর ৩ ঘটিকায় কেডিএ সম্মেলন কক্ষে কেডিএর পক্ষে কর্তৃপক্ষের সচিব এর দায়িত্বপ্রাপ্ত ও পরিচালক (এস্টট) মো: বদিউজ্জামান এবং জাহানাবাদ এ্যাডভেঞ্চার বেজ এর পক্ষে মেজর (অব:) ইমতিয়াজ আহমেদ চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম এএফডব্লিউসি, পিএসসি, সার্বক্ষণিক সদস্যবৃন্দসহ কেডিএর সকল প্রথম শ্রেণির কর্মকর্তাগন। কেডিএ’র চেয়ারম্যান বলেন, র্পাকটিতে নতুন নতুন অত্যাধুনিক রাইড স্থাপন করে পূর্ণাঙ্গভাবে চালু হলে, এটা হবে খুলনা অঞ্চলের অন্যতম প্রধান বিনোদন স্পট যা সকল শ্রেণির মানুষের বিনোদনের চাহিদা পূরণ করবে। পার্কটিতে এসে নির্মল পরিবেশে শিশু, বৃদ্ধসহ পরিবারের সকলে সুস্থ্য বিনোদন উপভোগ করতে পারবেন।