
জন্মভূমি রিপোর্ট : মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট যৌথ ভাবে এর আয়োজন করে। বক্তৃতা করেন উন্নয়ন কর্মী হাসান মেহেদী, মাহবুবুল আলম বাদশা, বাহলুল আলম ও মাহবুবুল আলম প্রিন্স।
বক্তারা বলেন, বিশ^কে নবায়নযোগ্য জ¦ালানিতে সমৃদ্ধ করতে জি-৭কে এগিয়ে আসতে হবে এবং জি-৭কে অবশ্যই জীবাশ্ম জ¦ালানিতে বিনিয়োগ বন্ধ করতে হবে।