ক্রীড়া ডেস্ক : আইপিএল-এ আজ মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নেমেছেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিন ম্যাচ বাইরে থাকার পর অবশেষে দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা মিলেছে তার। টস জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাটিংয়ে পাঠিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
এ দিকে, মোস্তাফিজের না খেলা প্রথম তিন ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি দিল্লি। একই অবস্থা মুম্বাইয়েরও, দুই ম্যাচের দুটিতেই হেরেছে তারা।
আগের ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে দিল্লি। ইনজুরিতে পড়া খলিল আহমেদের জায়গায় ঢুকেছেন ইয়াশ ঢুল। অন্যদিকে রাইলি রুশোর পরিবর্তে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর বাঁহাতি এই পেসারকে ভাড়া করা বিমানে করে উড়িয়ে নিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু প্রথম তিন ম্যাচের একটিতেও সুযোগ দেওয়া হয়নি মোস্তাফিজকে।