জন্মভূমি ডেস্ক
ডোনাল্ড ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার কারণে যে ১৩টি দেশের নাগরিকেরা ভিসাবঞ্চিত ছিলেন তাদের আবেদনের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর কর্মদিবসের প্রথমদিনই ট্রাম্পের তথাকথিত মুসলিম নিষেধাজ্ঞা উঠিয়ে নেন।
২০২০ সালের ২০ জানুয়ারির আগে যারা ভিসা পাননি তাদের অবশ্যই নতুন ফি দিয়ে ফের আবেদন করতে হবে বলে রয়টার্সের একটি প্রতিবেদন থেকে জানা গেছে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেন, যাদের আবেদন ২০ জানুয়ারির পরে বাতিল হয়েছে তারা পুনর্বিবেচনার আরজি জানাতে পারবেন। এই আবেদনকারীদের নতুন করে ফি দিতে হবে না।
মিয়ানমার, ইরিত্রিয়া, ইরান, কিরগিজস্তান, লিবিয়া, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, তানজানিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেন এ নিষেধাজ্ঞার আওতায় ছিল।