জন্মভূমি ডেস্ক
করোনাভাইরাসে দেশে একদিনে আরও ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজর ১৯২ জন। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত। এর আগে ১৯ জুলাই সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু এবং ১২ জুলাই সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জন রোগী শনাক্ত হয়।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৩ হাজার ৩১৬ জনের। পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৯৫২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ লাখ ৬ হাজার ২৩৩টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৫২১ জনের।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৭৯৫৩, ময়মনসিংহে ৫৯৫, চট্টগ্রামে ২৪৬৭, রাজশাহীতে ৯০৮, রংপুরে ৬৭৮, খুলনায় ১১৮৬, বরিশালে ৮৪১, সিলেটে ৫৬৪ জন রয়েছেন।
এছাড়া মৃত্যু ২৪৭ জনের মধ্য ১৪১ জন পুরুষ এবং ১০৬ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ৭২, চট্টগ্রামে ৬১, রাজশাহীতে ২১, খুলনায় ৪৬, বরিশালে ১২, সিলেটে ১৪, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ৫জন মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৩৪০ জন এবং নারী ৬ হাজার ১৮১ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩৭ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫৯, ৪১ থেকে ৫০ বছরের ৩০, ৩১ থেকে ৪০ বছরের ১৬, ২১ থেকে ৩০ বছরের ৩ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন মারা গেছেন।
মৃত্যু ও শনাক্তের রেকর্ড
Leave a comment