
খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনা মেট্ট্রো এন্ড জেলার অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)’র বিশেষ পুলিশ সুপার হিসাবে শম্পা ইয়াসমীনের যোগদান। এর আগে তিনি সিলেট অঞ্চলের নৌ-পুলিশ সুপার হিসাবে অত্যান্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
শম্পা ইয়াসমীন ২৪তম বিসিএস এ সহকারী পুলিশ সুপার হিসাবে ২০০৫ সালে যোগদানের পর র্যাব-৩ এ কর্মরত ছিলেন। চৌকশ এ পুলিশ অফিসার পরবর্তিতে র্যাব-৫ ও ১০ এর অপারেশন অফিসার এবং ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার হিসাবে কাজ করেন। তার হাত ধরে নরায়নগঞ্জ পিবিআই প্রতিষ্ঠিত হয়। সেখানে তিনি দীর্ঘ প্রায় তিন বছর সততা নিষ্ঠার সাথে নারায়নগঞ্জ জেলার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে প্রথম পুলিশ সুপার হিসাবে সাহসিকতা ও চ্যালেঞ্জের সাথে নৌপুলিশ সিলেট অঞ্চলের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ পুলিশের একজন মেধাবী অফিসার হিসাবে সরকারি চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘‘অপরাধ এবং ফৌজদারী বিচার’’বিষয়ে এম এস ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি নিয়ে‘‘ টেররিসম এবং সিকিউরিটি’ বিষয়ে উচ্চতর ডিগ্রী লাভ করেন।
শম্পা ইয়াসমীন গত ১০ সেপ্টেম্বর খুলনা মেট্ট্রো ও জেলা সিআইডিতে প্রথম মহিলা বিশেষ পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন।
বর্তমান কর্মস্থল খুলনা সিআইডিতে যোগদানের পর তিনি সাংবাদিকদের বলেন, পুলিশের বিশেষ এই শাখা সিআইডিতে কর্মরত প্রতিটি সদস্যকে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করা উচিত। উর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতায় বর্তমান কর্মস্থলে নিজের শ্রম, অভিজ্ঞতা এবং দক্ষতার সর্বোচ্চটা দিয়ে দেশের জনগণকে সেবা প্রদানের আশ্বাস প্রদান করেন।
খুলনা মেট্ট্রো এন্ড জেলা সিআইডিতে প্রথম মহিলা বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমীন নারায়নগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।