সিরাজুল ইসলাম, শ্যামনগর : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের দিনমজুর অশোক কর্মকারের ছেলে জয় কর্মকার মেডিকেল ভর্তি পরীক্ষায় ৮৬.২৫℅ নম্বর পেয়ে মেধা তালিকায় ১১৮ ক্রমিকে উত্তীর্ণ হয়েছেন। তার বাবা মুন্সিগঞ্জ বাজারের এক কর্মকারশালায় দৈনিক ৩০০টাকা মজুরিতে একটি কর্মকার দোকানে কাজ করেন। দিনা আনা দিন খাওয়া হতদরিদ্র পরিবারে সন্তান মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ায় পরিবারসহ এলাকাবাসীর আনন্দের জোয়ার বয়ে চলেছে।
জয় কর্মকার মেধা তালিকায় প্রাথমিক বিদ্যালয় থেকে টেলেন্টপুল বৃত্তি, ৮ম শ্রেণিতে টেলেন্টপুলে বৃত্তি, এসএসসি-তে গোল্ডেন এ+। এছাড়া খুলনা সিটি কলেজ থেকে এইচএসসি-তে এ+ পেয়ে উত্তীর্ণ হন বলে জানান তার মামা শিক্ষক মনোজিৎ কর্মকার।
এদিকে পরিবার সূত্রে জানা যায়, জয় কর্মকর্তার মামার বাড়ি থেকে পড়াশোনা করতেন। অভাব দৈন্যতার বেড়াজাল কাটিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ায় বনশ্রী শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম বলেন, জয় ছিল বিনয়ী ও নম্র ভদ্র। সে খুব সুশৃংখল এবং শিক্ষকদের অনুরাগী একজন ছাত্র। আমরা তার সাফল্য কামনা করি। তার মাতা সুচিত্রা কর্মকার একজন গৃহিণী। ২ বোন ১ ভাইয়ের মধ্যে সে সকলের ছোট। অশোক দম্পতি তাদের পুত্র জয়ের জন্য সকলের আশীর্বাদ চেয়েছেন
এদিকে পরিবার সূত্রে জানা যায়, জয় কর্মকর্তার মামার বাড়ি থেকে পড়াশোনা করতেন। অভাব দৈন্যতার বেড়াজাল কাটিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ায় বনশ্রী শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম বলেন, জয় ছিল বিনয়ী ও নম্র ভদ্র। সে খুব সুশৃংখল এবং শিক্ষকদের অনুরাগী একজন ছাত্র। আমরা তার সাফল্য কামনা করি। তার মাতা সুচিত্রা কর্মকার একজন গৃহিণী। ২ বোন ১ ভাইয়ের মধ্যে সে সকলের ছোট। অশোক দম্পতি তাদের পুত্র জয়ের জন্য সকলের আশীর্বাদ চেয়েছেন