
জন্মভূমি রিপোর্ট : আসন্ন কেসিসি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের সমর্থনে খুলনা জেলা ও মহানগর যুব মহিলা লীগের উদ্যোগে মতবিনিময় সভা ও নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে জেলা আইনজীবি সমিতির মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুব মহিলালীগের জেলা সভাপতি এড সেলিনা পিয়ার সভাপতিত্বে ও মহানগরের সাবেক যুগ্ম আহবায়ক আইরিন রায়হান চৌধুরি সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও নৌকা মার্কার মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা সভাপতি শেখ হারুনুর রশীদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলালীগের সাধারন সম্পাদিকা শারমিন সুলতানা লিলি।
বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগের মহানগর সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারি, জেলা আইনজীবী সমিতি ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি এড. সাইফুল ইসলাম, কেন্দ্রীয় যুব মহিলালীগের সাবেক নেত্রী মির্জা রাফিয়া, কামরুন্নাহার সুমি, এমবি কানিজ, জাকিয়া জামান নিপা, ইশাত কাশফিয়া ইরা, রাবেয়া আক্তার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব মহিলালীগের মহানগরের সাবেক আহবায়ক এড. রাবেয়া ওয়ালি করবি, যুব মহিলালীগের জেলা সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন শিউলি প্রমুখ।