
খানজাহান আলী থানা প্রতিনিধি : ফুলবাড়ীগেটে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শেখ নাজিম উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল সোয়া ৯টায় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ফুলবাড়ীগেট অতিক্রমকালে এ ঘটনা ঘটে। নিহত শেখ নাজিম উদ্দিনের পকেট থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। চিরকুটে তিনি আত্মহত্যার কারণ এবং ঠিকানা লিখে রেখেছিল জিআরপি পুলিশ জানিয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
দৌলতপুর থানা জিআরপি পুলিশের এস আই শফিক, জানায়, খুলনা থেকে শুক্রবার সকাল ৯টায় ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ফুলবাড়ীগেট মাইলপোষ্ট নামক স্থান অতিক্রমকালে শেখ নাজিম উদ্দিন নামের পঞ্চাশ বছর বয়েসি এক ব্যক্তি ট্রেনে কেটে নিহত হয়েছে। নিহত নাজিম উদ্দিনের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে এ থেকে ধারনা করা যাচ্ছে তিনি স্বেচ্ছায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। উদ্ধারকৃত চিরকুটে লেখা ছিল ‘‘আমার মরার কারণ, আমার মেঝ মেয়ে রনিকে আমি জমি বিক্রয় করে পড়েয়েছি। সে এখন অনেক টাকার মালিক আমাকে খেতে দেয় না, তাই আমি মরে গেলাম।’’ চিরকুটে তার ঠিকানা হিসাবে যাব্দিপুর মীর কায়সেদ চেয়ারম্যার বাড়ীর পাশে উল্লেখ আছে। তবে তার ভোটার আইডি কার্ডের ঠিকানা খালিশপুর নয়াবাটির বাড়ী নং ৩২। তিনি আরো বলেন, স্থানীয়রা জানিয়েছেন নিহত ব্যক্তি মানিকতলা মাইলপোষ্টে রেললাইনের উপর দিয়ে হেটে ফুলবাড়ীর দিকে আসছিল। বারবার ট্রেনের হুইসাল দিলেও তিনি লাইন থেকে না সরে দুই হাত উচু করে ট্রেন লাইনের উপর দাড়িয়ে ছিলেন। ট্রেনটি তাকে ধাক্কা দিলে তার মাথা পা সহ শরিরের বিভিন্ন স্থান ছিন্নভিন্ন হয়ে যায়। জিআরপি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। আজ শনিবার নিহত নাজিম উদ্দিনের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হবে।