আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে ৪৫ বছর বয়সী পিতা নিজ কন্যার সাথে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পিতামেয়ে দু'জনেই পাস করেছেন। পিতা ও কন্যার এসএসসি পাসের খবরে পরিবারসহ এলাকাবাসী মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছে। ইচ্ছাশক্তি থাকলে লেখাপড়ায় বয়স বাধা মানে না এমন উদাহরণ সৃষ্টি করলো পিতা ও কন্যা।
খাজরা ইউনিয়নের ২নং ওয়ার্ড দূর্গাপুর গ্রামের মৃত করিম বক্স গাজীর ছেলে আনারুল ইসলাম গাজী (৪৫) পেশায় মাছ ব্যবসায়ী। লেখাপড়ার প্রতি তার আগ্রহ থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়ার পর তার পড়ার পাঠ চুকে গিয়েছিল।
দীর্ঘ কাল পর ব্যবসার পাশাপাশি আবারও লেখাপঙার প্রতি আগ্রহী হন তিনি। ফলশ্রুতিতে আনারুল ইসলাম পাশের পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয় থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখার ২১তম ব্যাচে ভর্তি হন। এবং ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মেয়েও শায়লা আক্তার ময়না একই সাথে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় খাজরা থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেন। পিতা ৪৫ বছর বয়সে এসে পরীক্ষায় অংশ নিয়ে ৩.৮৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আর কন্যা জিপিএ-৫ পেয়েছে।
বয়সের কাছে হার না মানা আনারুল ইসলাম গাজী বলেন, লেখাপড়ার প্রতি আমার আগ্রহ ছিল। জ্ঞান অর্জনের জন্য আমি এখনও লেখাপড়া করতে চাই। সার্টিফিকেট আমার কাছে মূল বিষয় না। পরবর্তীতে একাদশ শ্রেণিতে ভর্তি হবেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমি অবশ্যই একাদশ শ্রেণিতে ভর্তি হব এবং ব্যাবসার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাব।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত