ক্রীড়া প্রতিবেদক : ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির যোগদানের পর থেকেই সবকিছুর অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটেছে। এলএমটেনের মাঠে নামা মানেই যেন মিয়ামির জয়। তবে বর্তমান পরিস্থিতি এমন হলেও আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়ানোর মত অবকাঠামো মিয়ামির নেই বলে মন্তব্য করেছিলেন দলটির গোলরক্ষক। এরই জের ধরে এবার তাঁর সঙ্গে চুক্তিই বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
ঘটনাটি গত জুন মাসের। তবে এর জের ধরে এতদিনে পরিণাম ভোগ করতে হচ্ছে মিয়ামি গোলরক্ষক নিক মার্সম্যানকে। ক্লাবের কর্তারা যখন ব্যস্ত ছিলেন মেসির সঙ্গে চুক্তি নিয়ে তখন ইসপিএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে বসেছিলেন নিক। সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছিল, ফুটবল জাদুকরের মিয়ামিতে নাম লেখানোর বিষয়ে।
জবাবে তখন নিক বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ক্লাব এখনো মেসির আগমনের জন্য প্রস্তুত নয়। আমাদের স্টেডিয়াম অস্থায়ী, মানুষ মাঠে চলে আসে। কোনো ফটক নেই। আমরা নিরাপত্তা ছাড়াই স্টেডিয়াম থেকে বের হই। আমি মনে করি তারা (মায়ামি) এখনো প্রস্তুত নয়। কিন্তু আমরা আশা করছি, সে আসবে।’
এমন মন্তব্যের জের ধরেই নিকের সঙ্গে চুক্তিই বাতিল করেছে মিয়ামি। ৩২ বছর বয়সী এ গোলকিপার ফেইনুর্ড থেকে মেজর লিগ সকারের দল এই ক্লাবে নাম লিখিয়েছিলেন ২০২১ সালে। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে ২৯টি ম্যাচ খেলেছেন তিনি।
এদিকে মেসিকে নিয়ে এমন মন্তব্য করলেও তা মিয়ামির সঙ্গে ফুটবল জাদুকরের চুক্তিতে কোনো প্রভাব ফেলেনি। দলটির হয়ে অভিষেকের পর থেকেই দুর্দান্ত খেলছেন তিনি। এখন পর্যন্ত ক্লাবের জার্সিতে মাত্র ৪ ম্যাচেই ৭টি গোল করেছেন। তাঁর নৈপুন্যেই গতকাল ডালাসের বিপক্ষে জয়ী হয় মিয়ামি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত