ক্রীড়া প্রতিবেদক : পুরো মার্কিন মুল্লুক কাঁপছে মেসিজ্বরে। নিজের অভিষেক ম্যাচে ৯৪ মিনিটের জয়সূচক গোলে দলকে জিতিয়ে উন্মাদনা আরো বাড়িয়ে দিয়েছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকার আগমনে শুধু ভক্তরা নয়, তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত দলের খেলোয়াড়রাও। ম্যাচশেষে তার জার্সি নিয়ে কাড়াকাড়ি হওয়ার ব্যাপারটা অনুমেয় ছিল। কিন্তু মিয়ামির বিপক্ষে প্রথম মাঠে নামা ম্যাচের প্যান্টটিও চুরি করে নিয়েছেন দলের এক অজ্ঞাত সতীর্থ।
ইন্টার মায়ামির খেলোয়াড়দের মধ্যে মেসি উন্মাদনা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। দলের তরুণ মিডফিল্ডার বেঞ্জামিন ক্রিমাশ্চির বদলি হয়ে ৫৪ মিনিটে মাঠে নামেন মেসি। ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ জয়ের পর সেখানকার পরিস্থিতি ব্যাখ্যা করেন এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘সবাই মেসির কাছ থেকে জার্সি খুঁজছিল। তারা এমনকি তার প্যান্টও চুরি করে নিয়ে গেছে।’
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে এই তুর্কি ফুটবলার বলেন, ‘যেন আমি একটা সিনেমার মধ্যে ছিলাম। আমি অবশ্য তার সঙ্গে খেলতে চেয়েছিলাম। এরপর ফ্রি-কিকের আগে আমি সতীর্থদের বলছিলাম গোল দিয়েই শেষ হবে মেসির আগমন।’ ক্রিমাশ্চির অনুমান অনুসারেই সিনেমার উত্তেজনাপূর্ণ শেষ দৃশ্যের মতো মেসিও শেষ মুহূর্তে উপহার দিয়েছেন অনবদ্য এক গোল। যা ১১ ম্যাচ পর জয় এনে দিয়েছে ইন্টার মায়ামিকে।
মেসিকে স্বাগত জানাতে শুধু দর্শক বা সতীর্থরাই নন, অন্য খেলার কিংবদন্তিরাও এদিন মাঠে এসেছিলেন। গ্যালারিতে মেসির খেলা উপভোগ করতে আসেন বাস্কেটবল ইতিহাসের সেরা কিংবদন্তি লেব্রন জেমস, রাগবির টম ব্র্যাডি এবং টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের মতো তারকারা। ম্যাচের আগে মেসির সঙ্গে দেখা করে তাকে অভিনন্দনও জানিয়েছেন লেব্রন। মেসির ফ্রি-কিক গোলের পর নিজের চোখের জল আটকে রাখতে পারেননি দলটির একাংশের মালিক কিংবদন্তি ইংলিশ মিডফিল্ডার ডেভিড বেকহামও।
এদিকে যুক্তরাষ্ট্রে মেসির প্রথম গোলের ভিডিও নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। সেখানে ৫১ মিলিয়ন বার দেখা হয়েছে মেসির অসাধারণ ফ্রি-কিকটি। এছাড়া শুধুমাত্র মেজর লিগ সকারের ফেসবুক পেজ থেকেই ২১ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। মেসির গোল ছাড়াও পুরো ম্যাচে মেসির উপস্থিতি নিয়ে আলাদা ভিডিও প্রকাশ করেছে এমএলএস কর্তৃপক্ষ। সেই ভিডিওতেও ছিল ভক্তদের উন্মাদনা।
মেসির অভিষেক ম্যাচ জিতে দারুন রোমাঞ্চিত থাকলেও সেটা নিয়ে পড়ে থাকার সুযোগ নেই ইন্টার মায়ামির। পরের ম্যাচে মেসির দল ইন্টার মায়ামির প্রতিপক্ষ আটালান্টা ইউনাইটেড। এ ম্যাচেও সবার চোখ থাকবে মেসির ওপরই। তবে এবার মেসিকে হয়তো শুরুর একাদশে রাখবেন ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনো। এছাড়া মেডিকেল টেস্ট পার করা মেসির প্রিয় বন্ধু সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবাও থাকতে পারেন এ দিনের ম্যাচে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত