ক্রীড়া প্রতিবেদক : বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও দেখাল তাদের আধিপত্য। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে লিওনেল স্কালোনির দল ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পুয়ের্তো রিকোকে।
ম্যাচের শুরু থেকেই একচেটিয়া খেলেছে আর্জেন্টিনা। প্রথমার্ধেই ৩ গোল তুলে নেয় দলটি। ১৪তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ২৩তম মিনিটে মেসির নিখুঁত পাসে গনজালো মন্তিয়েল গোল করেন। ৩৬তম মিনিটে আবারও গোল করেন ম্যাক অ্যালিস্টার।
বিরতির পরও থামেনি আর্জেন্টিনার আক্রমণ। ৬৪তম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ব্যবধান হয় ৪-০। শেষ দিকে বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজ করেন দুটি গোল—৭৯ ও ৮৪তম মিনিটে। দুটি গোলেই সহায়তা করেন লিওনেল মেসি। আর তাতে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্টে করলেন লিওনেল মেসি।
আন্তর্জাতিক ফুটবলে এতদিন সবচেয়ে বেশি অ্যাসিস্ট মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন যুক্তরাষ্ট্রের ডোনোভান এবং ব্রাজিলের নেইমার। তাদের ছাড়িয়ে গেলেন মেসি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত