ডেস্ক রিপোর্ট : মেহেরপুরের মুজিবনগর সীমান্তে নারী শিশু সহ ১০ বাংলাদেশীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার ৪ মে ভোরে সোনাপুর সীমান্ত দিয়ে বিএসএফ তাদের পুশব্যাক করার পর গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেফতার করে।
১০৫ মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার মনমোহন বলেন, সোনাপুর মাঝপাড়া সীমান্তের ১০৭ নম্বর পিলারের পাশ দিয়ে ১০ জন বাংলাদেশীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুষব্যাক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, যশোর জেলার বুগেলহাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০), শার্শা উপজেলার কন্যাদা গ্রামের তাজউদ্দিন মোল্লার ছেলে তারিক হোসেন (২৫), অভয়নগর উপজেলার বোদ্দনা গ্রামের দেবদাস বিশ্বাস (৩৬)তার স্ত্রী রুপা বিশ্বাস (২৭) ও ছেলে জয়দেব বিশ্বাস (৮), সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাটড়া গ্রামের সন্তোষ দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২৬), মাদারীপুর জেলার রাজুর উপজেলার হোসেন কান্দা গ্রামের বিল্লাল থেকে ছেলে রিপন শেখ (৩৫),খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ঘনা বান্দা গ্রামের সুব্রত রায়ের ছেলে সেজুতির আই (২০), বেয়ারাবিল গ্রামের দীপক রায়ের স্ত্রী কৌশল্লা (৩৭), নড়াইল সদর উপজেলার পংকবিলা গ্রামের অসীমের স্ত্রী অর্চনা রানী সরকার (৫২)।
মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার মনমোহন আরো বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতারকৃত ১০ জনকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মিজানুর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে অনুপ্রবেশের দায়ে দশজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
বিজিবি বাদী হয়ে একটি এজাহার দিয়েছে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
একটি সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন আগে গ্রেফতারকৃতরা আত্মীয়-স্বজনের বাড়িতে আবার কেউ কাজ করতে ভারতে যাওয়ার পর বিএসএফ ও পুলিশের হাতে আটক হওয়ার পরে কারাগারে ছিলেন সেখান থেকে মুক্তি পাওয়ার পর সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে তাদেরকে পুশব্যাক করে বিএসএফ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত