
জন্মভূমি রিপোর্ট : মেহেরপুরে আন্তঃজেলা দস্যু ও চোর চক্রের মূলহোতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮ টার সময় মেহেরপুর পুলিশ সুপার (এসপি) মাকসুদা আকতার খানম পিপিএম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার মেহেরপুর জেলা শহর, গাংনী ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এসব দস্যুদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত পাখিভ্যান, একটি আলগামন জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন- গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ফকির মণ্ডলের ছেলে দস্যু সর্দার নাজির আহমেদ (৫০), মেহেরপুর সদর উপজেলার রায়নগর গ্রামের (কাজিপুরপাড়া) এলাকার আব্দুল হাকিমের ছেলে দস্যু সদস্য সাহেব আলী (৪৫), নওয়াপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে দস্যু বেল্টু ওরফে ফারুক হোসেন (৩৪), চোরাই মটরসাইকেল কেনা-বেচা চোর চক্রের সদস্য কাজিপুর হাজিপাড়া এলাকার সাবেক সেনা সদস্য নুর হোসেন ওরফে নুরু মিলিটারির ছেলে সাবেক ইউপি সদস্য লিটন হোসেন (৪২), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার রেজাউল হকের ছেলে পারভেজ আহম্মেদ পল্টু (৪৭), একই গ্রামের মৃত্যু আশরাফ আলীর ছেলে ব্যাটারিচালিত পাখিভ্যান চোরাই চক্রের সদস্য দেলোয়ার হোসেন (৪৫) ও ইজিবাইক চোর চক্রের দুই সদস্য ঝিনাইদহ জেলার কাঞ্চননগর গ্রামের সুমন চোধুরী (৩৫) ও একই জেলার খাজুরা গ্রামের নাজমুল মীর (৪০)। এদের মধ্যে দস্যু সর্দার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত