জন্মভূমি ডেস্ক : সোয়া ৭ কেজি গাঁজাসহ মো. মারফত মণ্ডল (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২৫ জুন) র্যাব-১২, সিপিসি-মেহেরপুর ক্যাম্পের কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মারফত জেলার গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের মাঠপাড়া এলাকার মৃত এমাজ উদ্দীনের ছেলে। সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে ২৫ জুন সকালে গাংনী পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ড ঈদগাহপাড়া কাঁচাবাজার সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ মারফতকে আটক করে র্যাব সদস্যরা। এ সময় তার কাছ থেকে মাদক কেনা-বেচার কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি অটোভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত