মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর শহরের হালদারপাড়ায় অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ সঞ্জিত নামের এক চিহিৃত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মে) দিনগত রাতে ২টার দিকে সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে হালদার পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে। সঞ্জিত হালদারপাড়ার মৃত দীলিপ বাঁশফোড়ের ছেলে। সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এলাকার চিহিৃত মাদক কারবারি সঞ্জিত। এলাকার যুব সমাজকে নষ্ট করার মূল হোতা সে। তার বিরুদ্ধে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার (১৩ মে) সকালের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত