সিটি মেয়রের সুস্থতা কামনায় নিরালা সবুজবাগ মসজিদে দোয়ার আয়োজন করলেন সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. সৈয়দা লুৎফুন নাহার। শুক্রবার জুম্মার নামাজের পর সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এর দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন মুসুল্লিগন। ড. সৈয়দা লুৎফুন নাহার তাঁর বোন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার ও অসুস্থ ভগ্নিপতি মেয়র মহোদয়ের সাথে টেলিফোনে কথা বলেন। মেয়র মহোদয় বলেন, তিনি এখন আগের চেয়ে সুস্থ আছেন। তিনি সবাইকে তাঁর জন্য দোয়া করতে বলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত