
বিজ্ঞপ্তি : আগামী ১ মে মহান মে দিবস সফল করতে বুধবার বাদ-আসর দলীয় কার্যালয়ে মহানগর মহিলা শ্রমিক লীগের উদ্যেগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সীমা রায় ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসুমা আক্তার রানী।
বক্তব্য রাখেন মল্লিক নওশের আলী, কাজী আব্দুল ওহাব, আব্দুর রহিম খান, মোল্লা আজাদ আলী, মো: আজিম উদ্দিন, নুর ইলাম, মাজেদা বেগম, লাবনী আক্তার, মনিরা বেগম, মুক্তা, সামছুন্নাহার, মোমেনা, নাসিমা, শান্তি, রজনী, জেসমিন বেগম, জুলেখা, মিনা বেগম প্রমুখ নেতৃবৃন্দ।
সভায়, আগামী ১ মে মহান মে-দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকল অনুষ্ঠান সূচিতে মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান নেতৃবৃন্দ।
অপরদিকে মহানগর যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার শারিরীকভাবে প্রচন্ড অসুস্থ হওয়ায় সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার দ্রুত সুস্থতা কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করা হয়।

