
মোংলা প্রতিনিধি : মোংলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহতিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বুধবার দিনভর উপজেলা অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ মাহমুদুুর রহমান, সহকারী পরিচালক ডাঃ মোঃ মোস্তফা কামাল, উপপরিচালক পরিবার পরিকল্পনা বাগেরহাট মোঃ আকিব উদ্দিন, সহকারী পরিচালক মোঃ দিলদার হোসেন, সহকারী পরিচালক ডাঃ আঃ মান্নান শেখ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। দিনব্যাপী এ কর্মশালায় ৭০জন স্বাস্থ্য কর্মীসহ চিকিৎসক, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।

