ডেস্ক রিপোর্ট : মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক নারীকে আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ বাহিনী পৌর শহরের কবরস্থান রোড সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানকালে প্রায় ৩ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং এসময় ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও আটক নারী ব্যবসায়ীর বিরুদ্ধে একই রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত