মোংলা প্রতিনিধি : মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলামের বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে এবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের প্রধান গেইটে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, মোঃ তারিকুল ইসলাম মোংলায় এসিল্যান্ড হিসেবে যোগদানের পর থেকে তিনি এ অফিসটিকে ঘুষ ও দালালমুক্ত করেছেন। এতে তিনি উপজেলা জুড়ে ব্যাপক সুনামও কুড়িয়েছেন। তার এ কাজের ফলে সাধারণ লোকজন সময় মত সঠিক সেবা পাচ্ছেন। এর আগে ঘুষ ও দালাল চক্রের দৌরাত্মে হয়রানী হতেন সেবাগ্রহীতার। তাই এ এলাকার উন্নয়ন ও মানুষের সেবার মান স্বচ্ছ রাখতে তার বদলি আদেশ প্রত্যাহারের দাবী জানান তারা।
এর আগে একই দাবীতে রবিবার দুপুরে একই জায়গা
অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীরা। পরে তারা এসিল্যান্ডের বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপিও দেন।
উল্লেখ্য, গত সপ্তাহে এসিল্যান্ড তারিকুল ইসলামের বদলি আদেশ আসে। এর আগে তিনি এখানে যোগদান করেন চলতি বছরের ১৮এপ্রিল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত