মোংলা প্রতিনিধি : মোংলায় কৃষিজমি হুকুম দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় এ কর্মসূচি পালন করেন জমির মালিক ও স্থানীয় কৃষকরা। এ মানববন্ধন সমবেশে বক্তরা অভিযোগ করেন, মোংলা বন্দরের পশুর চ্যানেলের ড্রেজিংয়ের ফেলার জন্য সম্প্রতি জেলা প্রশাসকের দপ্তর ও বন্দর কর্তৃপক্ষ প্রায় ৫শ’একর জমি হুকুমদখলের ঘোষনা দেয়। এ জমিতে বালু ফেলে ভরাট করা হলে চিংড়ি ও কৃষি চাষাবাদ বন্ধ হয়ে যাবে। পেশা হারিয়ে নিঃস্ব হবে শত শত পরিবার। এ নিয়ে জমির মালিক ও কৃষকদের মাঝে ক্ষোভ ও আতংক ছড়িয়ে পড়েছে। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস আওয়ামীলীগ নেত্রী, হোসনেয়ারা মিলি, ইউনিয়ন আ’লীগের সভাপতি অর্ধেন্দুশেখর বিশ্বাস, মোঃ আল-আমীন হাওলাদার ও সুশান্ত দাস। বক্তরা বলেন, হুকুম দখল নয়, সরকারিভাবে জমি অধিগ্রহনের দাবি জানানো হয় মানববন্ধন সমবেশে। স্থানীয় কৃষক-কৃষানী সহ সহস্রাধিক নারী পুরুষ এ মানববন্ধন সমাবেশে অংশ গ্রহন করেন। এ সময় তারা জমি হুকুম দখলের প্রতিবাদে নানা শ্লোগানের প্লেকার্ড বহন করেন। স্থানীয় জনপ্রতিনিধি, জমির মালিক ও কৃষকরা। এ প্রসঙ্গে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী(সিওহা) এবং ড্রেজিং প্রকল্প পরিচালক শেখ শওকাত আলী জানান, ২০২০ সালে একনেকে অনুমদোন দেয়া মোংলা প্রশুর চ্যানেলের ইনারবার ড্রেজিং প্রকল্প। প্রায় ২৪ কিলোমিটার পশুর চ্যানেলের ড্রেজিং ও খননের বালু ডাম্পিয়ের জন্য ব্যয় ধরা হয় ৯শ’৯২ কোটি টাকা । কিন্তু বালু ফেলার জন্য জমি না পাওয়ায় এক বছর ধরে প্রকল্পের কাজ থমকে আছে। এ পরিস্থিতিতে মোংলার দিগরাজ ও সানবান্দা এলাকায় প্রায় ৫শ’ একর চিংড়ি ও কৃষি জমি হুকুম দখলের সিদ্ধান্ত গ্রহন করে জেলা প্রশাসন ও মোংলা বন্দর কর্তৃপক্ষ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত