মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় কয়েকদিনের টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে বৃষ্টির পানি জমে পৌর শহরের বাড়ীঘর-রাস্তাঘাট ও শহরতলীর নিম্নাঞ্চল তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের নিচু বাড়ীঘর ও রাস্তায় সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এছাড়া টানা বৃষ্টিতে লোকজনের দুর্ভোগ বেড়েছে। নিতান্ত প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাহির হতে পারছেন না, ফলে রাস্তাঘাটও অনেকটা জনশুণ্য/ফাঁকা। বন্ধ দোকানপাটসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও।
এদিকে কোরবানীর ঈদের আগের দিন বুধবার থেকে শনিবার পর্যন্ত মোংলায় বৃষ্টিপাত হয়েছে ২২১মিলিমিটার।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ জানান, কোরবানীর ঈদের আগের দিন বুধবার ৪০মিলিমিটার, ঈদের দিন বৃহস্পতিবার ৯৪মিলিমিটার, পরদিন শুক্রবার ৫০মিলিমিটার ও শনিবার ৩৭মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মোংলায়। রবিবারও খুলনা বিভাগের ৫০/৭৫ভাগ এলাকায় মাঝারী-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এদিকে এখনকার/বর্তমানের (গত কয়েকদিন) তুলনায় আজ রবিবারসহ আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা আরো বেশি বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন তিনি।