মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, এলাকাবাসীর খবরের মাধ্যমে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করি। ময়নাতদন্তের মাধ্যমে নবজাতকের ডিএনএ প্রোফাইল তৈরি করা হবে। যারা এই নবজাতকের পরিবারকে খুজে বের করতে পুলিশ কাজ করবে।
ওসি আরও বলেন, নবজাতকের শরীরে আকার আকৃতি দেখে মনে হয় এটি একটি অপরিণত নবজাতক। ৭-৮ মাস গর্ভে থাকার পরে নবজাতকটিকে অবৈধ গর্ভপাত করে ফেলে দেওয়া হয়েছে। নবজাতকের শরীরটি ক্ষতবিক্ষত ছিল। ধারণা করা হচ্ছে দুই একদিন আগে কেউ অবৈধ গর্ভপাত করে ফেলে দিয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত