মোংলা প্রতিনিধি : মোংলা মিঠাখালি মধ্যপারা গ্রামে মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে এসে বৃহস্পতিবার সকালে পুকুরে পড়ে জেলেখা (৪) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মৃত জেলেখা মঠবাড়িয়া এলাকার প্রবাসী মোহাম্মদ আলীর কন্যা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ১০/১২ দিন আগে শিশু কন্যাটি তার মায়ের সাথে বাবার বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া থেকে মোংলা মিঠাখালি এলাকায় তার নানা হাসেম শেখের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে শিশুটি উঠানে খেলা করার এক পর্যায়ে সকলের অজান্তে কোন এক সময় পুকুরে পড়ে যায়। হঠাৎ তাকে না দেখতে পেয়ে আত্মীয়স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করলে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে তার নানা বাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত