
বিজ্ঞপ্তি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনের দলের মনোনয়ন প্রত্যাশী রামপালের সন্তান ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ সোমবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত মোংলায় গণসংযোগ করেছেন। তিনি মোংলা উপজেলার চটেরহাট, খানজাহান আলী বাজার (মোল্লাহাট), গাজীর ব্রীজ, টাটিবুনিয়া, মিঠাখারী ও সুন্দরবন ইউনিয়নসহ মোংলার বিভিন্ন স্থানে জন সাধারণের মাঝে শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও প্রচারণা করেন। এসময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা নজরুল ইজারাদার, গোলাম আজম, গোলাম মোস্তফা, রেজাউল শেখ, জাহাঙ্গীর আলম, শিশির বর, আব্দুল মান্নান, আসলাম শেখ, অসিত মন্ডল, শেখ হেলাল বাবু, জাহিদ শেখ, ওয়ারিস আহমেদ রাজন, শেখ মোঃ রাসেল, রাজিব মৃধা, তুহিন খান টুলু, তুহিন খান, ইউনুস শেখ, শরিফুল ইসলাম, তাজমুল ইসলাম, লিটু শেখ, ইবাদুল শেখ, সুমন শেখসহ স্থানীয় দলীয় নেতা-কর্মীরা।