প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৭:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৩, ২:১৬ পি.এম
মোংলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
![]()
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। জিয়াউর রহমানে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌর বিএনপির আয়োজনে শহরের মাদ্রাসা রোডের পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা যুবদল সদস্য মোঃ আলাউদ্দিন, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব গোলাম মোস্তফা, পৌর ৪নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ রাজ্জাক, ৯নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আঃ কাদের তালুকদার, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি জামাল উদ্দিন, পৌর মহিলাদলের সভাপতি কমলা বেগম ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরউদ্দিন টুটুল।
এ সময় বক্তারা বলেন, আমেরিকা আওয়ামী লীগ সরকারের উপর ভিসা নীতির কঠোরতার যে স্যাংশন দিয়েছেন, তা বিএনপির উপর দেয়া হয়েছে বলে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও নেতারা পাগলের প্রলাপ বকছেন। বক্তারা আরো বলেন, সরকার যেভাবে বিএনপির উপর অত্যাচার, নির্যাতন ও জুলুম করছেন শীঘ্রই তার প্রতিবাদে রাজপথে আন্দোলনে নামতে হবে। তাই দলের মধ্যকার সকল গ্রুপিং ও দ্বিধা-বিভক্তি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে এ সরকার পতনের আন্দোলনে মাঠে নামার প্রস্তুতি নিতে হবে এখনই।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর এ অনুষ্ঠানে পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া