মোংলা প্রতিনিধি : মোংলায় সেফটি ট্যাংকির পানি মেইন রোডের দিক দেওয়ায় দুর্গন্ধ বের হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী ছগির হোসেন মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মেছেরশাহ সড়কের বাসিন্দা জাকারিয়া তার বাড়ির সেফটি ট্যাংকির মুখ মেইন রোডের দিক দেওয়ায় সর্বদা ময়লা দুর্গন্ধ বের হতে থাকে। এ বিষয় নিয়ে পৌর মেয়র বরাবর লিখিত অভিযোগও দেয় এলাকাবাসী। এতে জাকারিয়া ক্ষিপ্ত হয়ে বাড়ি বিক্রি করতে শাসায় ছগিরকে। এরই জের ধরে গতরাতে ছগির হোসেনের ছেলে হৃদয় মোল্যা বাড়ি আসার পথে তাকে জাকারিয়া ও তার চার ভাই বেদম মারধর করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে অভিযুক্ত জাকারিয়া বলেন, তারা আমার ওয়াল ঘেসে গোসলখানা করছে। তাদের গোসলের পানিতে ট্যাংকি ওভারলোড হয়।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মারামারি সক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত