মোংলা প্রতিনিধি : মোংলায় ৬শ’ বৃদ্ধ-বৃদ্ধাকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এরমধ্যে ৬০ জনকে বাছাই করে চোখের ছানি অপারেশনের জন্য নেয়া হয়েছে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে। শনিবার থেকে পর্যায়ক্রমে সেখানে তাদের চোখের ছানি অপারেশন শুরু হবে।
পৌর শহরের কুমারখালী এলাকার চেয়ারম্যান বাড়ির সামনে শেখ আব্দুল হাই ফাউন্ডেশন কার্যালয় চত্বরে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু সেবা নেন মোংলা, রামপাল ও দাকোপসহ আশেপাশের ৬শতাধিক নারী-পুরুষ।
এর আগে সকাল ৯টায় বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, ইস্রাফিল হাওলাদার ও শেখ কামরুজ্জামান জসিম।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের আয়োজনকারী শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ কামরুজ্জামান জসিম বলেন, সমাজের অবহেলিত দরিদ্র দৃষ্টিহীনদের চোখের আলো ফিরে পেতেই আমাদের এ আয়োজন। দৃষ্টিহীনতার কারণে অন্যের বোঝা না হয়ে দৃষ্টি ফিরে পেয়ে নিজেই চলতে ও নিজের কাজ করতে পারেন সেই লক্ষেই তৃতীয়বারের মত এ আয়োজন করা হয়েছে। এর আগেও দুই দফায় সহস্রাধিক দৃষ্টিহীন রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণের পাশাপাশি চোখের ছানি অপারেশন করিয়ে দেয়া হয়েছে শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের পক্ষ থেকে। আগামীতেও বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।