মোংলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা ৫ হাজার ৪৮০ লিটার ডিজেল ও ১ হাজার মিটার মুরিং রুপসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।
গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে পশুর নদীতে অভিযান চালিয়ে ট্রলারটি জব্দ করা হয়। ট্রলারটিতে তল্লাশি করে ৫ হাজার ৪৮০ লিটার ডিজেল ও ১ হাজার মিটার দৈর্ঘ্যের একটি মুরিং রুপ (জাহাজ বাঁধা মোটা রশি বা দড়ি) পাওয়া যায়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি ট্রলার জব্দ করা হয়। ট্রলারটি তল্লাশি করে ৫ হাজার ৪৮০ লিটার ডিজেল ও ১ হাজার মিটার দৈর্ঘ্যের একটি মুরিং রুপ পাওয়া যায়। জব্দ ডিজেল ও মুরিং রুপ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত