
জন্মভূমি রিপোর্ট : মোংলা পোর্ট পৌর কর্তৃপক্ষের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার দুপুর ১২টায় মেরিন ড্রাইভ সড়কে গাছের চারা লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান ও পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃঞ্চ সাহাসহ পৌর কাউন্সিলেরা। পৌর মেয়র শেখ আঃ রহমান বলেন, পৌরসভার মেরিন ড্রাইভ, শহীদ মিনার, ঈদগাহ ও পানি সরবরাহ প্রকল্পে এবার মোট ২০হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত