বাগেরহাটের মোড়েলগঞ্জে বুধবার সকাল ১১টায় বলইবুনিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ ইউনিট এর কৈশোরবান্ধব কর্নারের উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা খুলনা বিভাগের পরিচালক(যুগ্ম-সচিব) মোঃ হাবিবুল হক খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বাগেরহাট জেলার উপপরিচালক বিকাশ কুমার দাস, মোড়েলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, পরিবার পরিকল্পনা ফ্যাসিলিটেটর আরন্যক বিশ্বাস সহ উক্ত ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীবৃন্দ। কৈশোরবান্ধব কর্নার উদ্ধোধন শেষ খুলনা বিভাগের পরিচালক(যুগ্ম-সচিব) মোঃ হাবিবুল হক খান উপজেলা পরিকল্পনা অফিস পরিদর্শন করেন। এতে অফিসের কর্মকর্তা কর্মচারী ফুলের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, দৈনিক পূর্বাঞ্চল মোড়েলগঞ্জ প্রতিনিধি এম.পলাশ শরীফ প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত