করোনা ভাইরাসের সংক্রমন রোধে বাগেরহাটের মোড়েলগঞ্জে কঠোর অবস্থান নিয়েছেন সশস্ত্র বাহিনীসহ প্রশাসনিক কর্মকর্তারা। উপজেলা প্রশাসন, থানা ও পৌরসভার তরফ থেকে পৃথক পৃথক দল মাঠে নেমেছে। সেনাবাহিনীর টহল দলও কাজ করছে। তবে গত জুন মাসের চেয়ে চলতি মাসে সংক্রমন বেড়েছে।
গেল জুন মাসে এখানে ১৬৬ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে ২ জন মারা যান। চলতি মাসের ২৪ দিনে এখানে র্যাপিড এ্যান্টিজেন টেস্টে ১৭৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। মৃত্যুবরণ করেছেন ২ জন। করোনার হানায় এ পর্যন্ত মোড়েলগঞ্জে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে আরও অনেকের মৃত্যু হয়েছে। শনিবারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এ খবর নিশ্চিত করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, সকলকে সচেতন করা হচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনা করে অনেকের জরিমানা করা হয়েছে। চলতি ১৪দিনের কঠোর লকডাউনের পরে মোড়েলগঞ্জে কোন করোনা রোগী থাকবেনা এমনটাই আশাকরি। সংক্রমন ঠেকাতে বহিরাগতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। #