কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : আট বছর পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মোবারকগঞ্জ চিনির কলের শ্রমিক কর্মচারীদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে সভাপতি শফিকুর রহমান রিঙ্কু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন। সহ-সভাপতি দুটি পদে শাহার আলি ও শাহাদ আলী,সহ-সাধারণ সম্পাদক দুটি পদে কামরুজ্জামান ও মিলন, কোষাধক্ষ্য নাজমুল শাকিব,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়াজউদ্দিন ও ফারুক হাসান সহ মোট ১০ জন নির্বাচিত হয়েছে। মোট ভোটার ৫৯১ এর মধ্যে পুল হয়েছে ৫৮০ সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। উল্লেখ্য চুক্তিভিত্তিক প্রায় তিন শতাধিক ভোটার এবারের নির্বাচনে ভোট দিতে পারে নাই। যার কারনে নির্বাচন নিয়ে নানা উত্তেজনা সৃষ্টি হয়।