সোহেল আহমেদ (কালিগঞ্জ) ঝিনাইদহ : দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ভারী কৃষি শিল্প ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক কর্মচারীদের দ্বিবার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মোহাম্মদ মিলন বিশ্বাস সহ সাধারণ সম্পাদক ও ইমরান হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিএনপি’র পক্ষ থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদাহ -৪ আসনের বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মরহুম শহীদুজ্জামান বিল্টুর সহধর্মিনী মিসেস মুর্শিদা জামান । এ সময় আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক ছাত্রদলের সভাপতি ও মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন। এ সময় মিসেস মুর্শিদা জামান বক্তৃতায় সম্প্রতি চিনির কলের দি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত সকলকে তিনি অভিনন্দন জানান।