
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলাকে শিশুশ্রম মুক্ত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন ও ইনসাইডইন বাংলাদেশের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উদয়ন বাংলাদেশের পরিচালক ইসরাত জাহান।
সভায় বক্তব্য রাখেন ইনসাইডইন বাংলাদেশের ক্যাম্পেইন কো-অর্ডিনেটর রাফিউল আলী। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উদয়ন বাংলাদেশের কো-অর্ডিনেটর রুমা জামান, বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সামছুর রহমান, সমাজ সেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার অমিয় কুমার গুপ্ত, সাংবাদিক মশিউর রহমান মাসুম ও গনেশ পাল। সভায় বক্তারা শিশুশ্রম প্রতিরোধে দেশের প্রচলিত আইন বাস্তবায়ন ও পরিবারে অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধিকরাসহ বিভিন্ন দিক তুলে ধরেন।