
মিজানুর রহমান মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবক নিখোঁজের ৩ দিন পরে নদীতে তার মরদেহ পাওয়া গেছে। পৌরসভার বারইখালী গ্রামের জলিল হাওলাদারের ছেলে মিলন হাওলাদার(২৮)এর মরদেহ সোমবার বদনীভাঙ্গা এলাকায় পানগুছি নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। বেলা ২টার দিকে পুলিশ তার মরহেদ হেফাজতে নিয়ে ময়না তদন্ত করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। এর আগে গত শনিবার দিবাগত রাত ১১ টার দিকে ঘর থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। তার স্ত্রী ও ১১ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
এবিষয়ে অফিসার ইনচার্জ ( ওসি)মোঃ সাইদুর রহমান বলেন, মিলন নিখোঁজ হয়েছে এ খবর কেউ থানায় জানায়নি। নদীতে মৃতদেহ পাওয়ার পরে তার স্ত্রী ও অপর স্বজনেরা মিলনকে সনাক্ত করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।