মোরেলগঞ্জ প্রতিনিধি : সুশাসন, জবাবদিহিতা, নাগরিক সেবার মানউন্নয়নে বাগেরহাটের মোরেলগঞ্জ নিশানবাড়িয়া ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের ৪ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৮শ’ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ বাজেট সভায় সভাপতিত্ব করেন নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
পানিই জীবন ডরপ ইভলপ প্রকল্পের সহযোগিতায় ও ইউনিয়ন পরিষদের আয়োজনে বাজেট সভায় আলোচনা করেন ইউপি সচিব মো. সালাহউদ্দিন, ডরপ পানিই জীবন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আমির খসরু, উপজেলা কো-অর্ডিনেটর শওকত চৌধুরি, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, শিক্ষক মো. হারুন অর রশীদ, শাহজাহান চাপরাশী, শামীম আহসান, গিয়াস উদ্দিন, মো. হারুন হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। এ উন্মুক্ত বাজেটে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে ৭৫ লাখ টাকা ও জলবায়ু পরিবর্তনতায় পানি স্যানিটেশন ও পিএসএফ নির্মাণ খাতে ৬০ লাখ টাকা।