
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ পূর্ব প্রস্তুতি প্রকল্পের প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগ আগাম কার্যক্রমে অন্তর্ভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নিশানবাড়িয়া কিন্ডারগার্টেন স্কুলে এ কর্মশালায় বক্তব্য রাখেন নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশনের মিলিতা সরকার। কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩, দুর্যোগ বিষয়ক আলোচনা সহযোগিতা পাওয়ার জন্য প্রতিবন্ধী ব্যক্তিগণেরপরামর্শ/মতামত গ্রহণ করা হয়।