মিজানুর রহমান, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরের ব্যবসায়ীদর সাথে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা করেন থানা অফিসার ইনচার্জ মোঃসাইদুর রহমান।
বৃহস্পতিবার (৩১শে আগস্ট) বেলা ১১টায় ফরাজী মার্কেট কার্যালয় এ মতবিনিময় সভা অনুস্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃসাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হােসেন, কাউন্সিলর শংকর কুমার রায়, স্বপন কুমার সাহা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন, বাজার কমিটির সভাপতি মোঃজাকির হোসেন।
সভায় ওসি মোঃ সাইদুর রহমান বলেন, মোরেলগঞ্জ বাজার ব্যবসা প্রতিষ্ঠান সুরক্ষা রাখার জন্য নিয়মিত পাহারার ব্যবস্থা জোরদার, প্রতিটি মাড়ে গুরুত্বপূর্ন স্থানগুলোতে সিসি ক্যামরা স্থাপন করা, অচল সিসি ক্যামরাগুলোকে সচল করা, যত্রতত্র পলিথিন টাঙ্গানো বন্ধ করতে হবে। এ রকম গুরুত্বপূর্ন একাধিক বিষয় নিয়ে ব্যবসায়ীদেরকে নির্দশনা প্রদান করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত